Sylhet Today 24 PRINT

ব্রিটেনের ছায়া মন্ত্রী হলেন বাংলাদেশি বংশোদ্ভূত রুপা হক

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০১৬

এবার যুক্তরাজ্যের 'ইলিং সেন্ট্রাল ও অ্যাকটন' আসন থেকে নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত লেবার পার্টির এমপি ডক্টর রুপা হককে দলের ছায়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। লেবার পার্টির নেতা জেরমি করবিন শুক্রবার রুপা হককে শ্যাডো মিনিস্টার ফর হোম অ্যাফেয়ার্স হিসেবে নাম ঘোষণা করেন।

পরে এক টুইটার বার্তায় রুপা হক জানান, ‘এই পদে আমাকে মনোনীত করায় আমি সম্মানিত বোধ করছি।’

যুক্তরাজ্যের কিংস্টন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সিনিয়র লেকচারার ও ব্লগার ডক্টর রুপা হকের পৈত্রিক নিবাস বাংলাদেশের পাবনা জেলায়।



২০১৫ সালে রুপা ইলিং ও অ্যাকটন আসন থেকে  ২২ হাজার ২টি বা ৪৩ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন রূপা হক।

ছায়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর ডক্টর রুপা হক ব্রিটেনে ঘৃণা জনিত অপরাধ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। ব্রিটিশ পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে ডক্টর রুপা পিএইচডি লেভেলে শিক্ষার্থীদের কাজের সুযোগ রেখে ভিসা বাড়ানোর ব্যাপারেও শিক্ষা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.