Sylhet Today 24 PRINT

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ২৪ জনের মৃত্যু

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০১৬

ভারতের উত্তর প্রদেশের বারানসিতে পদদলিত হয়ে ২৪ জন নিহত হয়েছেন। শনিবার (১৫ অক্টোবর) একটি ধর্মীয় অনুষ্ঠান চলার সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতদের অধিকাংশই নারী। এছাড়া আহত হয়েছেন অন্তত ৬০ জন।

এনডিটিভি জানিয়েছে, ধর্মীয় ব্যক্তিত্ব জয় গুরুদেবের ভক্তরা রাজঘাট সেতুর কাছে একটি অনুষ্ঠানে মিলিত হন। ভক্তরা মিছিল করে রাজঘাট সেতুর ওপর দিয়ে যাচ্ছিলেন। তখনই এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জাভেদ আহমেদ জানান, ভিড়ের মধ্যে শ্বাসকষ্টের কারণে এক ব্যক্তি মারা যান। এরপর গুজব ছড়িয়ে পড়ে সেতু ভেঙে পড়েছে। আতঙ্কে সবাই ছোটাছুটি শুরু করলে এই পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে।

ওই পুলিশ কর্মকর্তা জানান, পাঁচ হাজার মানুষের অনুমতি চেয়েছিলেন আয়োজকরা। কিন্তু অনুষ্ঠানে আরো বেশি মানুষ উপস্থিত হন। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

অনুষ্ঠানে আগত এক ভক্ত বলেন, “হঠাৎ অনেক হৈ চৈ, ধাক্কাধাক্কি শুরু হয়। এ ধাক্কাধাক্কিতে আমার মাও মারা যান।”

ব্রিকস সম্মেলনে অংশ নিতে বর্তমানে গোয়াতে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ঘটনায় সেহান থেকেই শোক প্রকাশ করেছেন তিনি। দুর্ঘটনাস্থল বারানসি এলাকার সংসদ সদস্যও তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.