Sylhet Today 24 PRINT

ইইউ নাগরিকদের ব্রিটেনে থাকার ভরসা দিলেন বরিস

জুয়েল রাজ, যুক্তরাজ্য |  ২০ অক্টোবর, ২০১৬

ব্রেক্সিট পরে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত (ইইউ) নাগরিকদের ব্রিটেনে থাকার ভরসা দিলেন পররাষ্ট্র মন্ত্রী বরিস জনসন।

ব্রেক্সিট কার্যকর হওয়ার পরও ইউরোপীয় নাগরিকগণ ব্রিটেনে থাকবেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক লন্ডন মেয়র বরিস জনসন।

সংসদ অধিবেশনে, দক্ষিণ লেস্টাশেয়ার এর সরকার দলীয় এমপি আলবার্তো কস্টা, ইতালীয় নাগরিক ব্রেক্সিট পরবর্তী ব্রিটেনে থাকতে পারবে কিনা তা জানতে চাইলে ইতালীয় ভাষায় বরিস তার উত্তর শুরু করেন। এবং ইতালি নাগরিকরা ব্রিটেনে থাকতে পারবেন বলে জানান। তবে, ইইউ নাগরিকদের ব্রিটেনের নাগরিকত্ব গ্রহণ করতে হবে। তবেই যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।

উল্লেখ্য, ব্রেক্সিট পরবর্তী ব্রিটেনে ইউরোপীয় নাগরিকগণ থাকতে পারবেন কিনা সেটা নিয়ে কোন স্পষ্ট কোন ঘোষণা ছিলনা। বরিস জনসনের এই বক্তব্যের পর অনেকেই ভরসা পাচ্ছেন।

সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ব্রিটেনে ৩ মিলিয়ন ইউরোপীয় নাগরিক আছেন। এদের মধ্যে কয়েক হাজার বাংলাদেশী বংশোদ্ভূত নাগরিক ও আছেন যারা ইউরোপের বিভিন্ন দেশর নাগরিকত্ব নিয়ে, ব্রিটেনে এসে স্থায়ী আবাস গড়েছেন। তাঁদের মধ্যেও এক ধরণের অনিশ্চয়তা ছিল। বরিস জনসনের এই বক্তব্যে সেই অনিশ্চয়তা দূর হয়েছে।

অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের ব্রিটেনে থাকার অধিকার নিয়ে বিভিন্ন আইনি প্রতিষ্ঠান তাদের ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.