Sylhet Today 24 PRINT

পাকিস্তানে পুলিশ ট্রেনিং কলেজে জঙ্গি হামলা, নিহত ৬২

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৫ অক্টোবর, ২০১৬

পাকিস্তানের কোয়েটায় পুলিশ ট্রেনিং কলেজে জঙ্গি হাময়ায় ৫৯ পুলিশ সদস্যসহ ৬২ জন নিহত হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) রাতে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায়  সারিয়াব রোডের ওই কলেজে ৪-৫ জনের একদল আত্মঘাতী সন্ত্রাসী এ হামলা চালায়।

আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যমে হামলাকারীর সংখ্যা ৩ বলা হলেও সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টিলিজেন্স (আইএসআই) মনে করছে, ৫-৬ জন সন্ত্রাসী এ হামলা চালিয়েছে।

প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি বলেছেন, সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর সদস‌্যদের সঙ্গে প্রায় চার ঘণ্টা গোলাগুলির পর হামলাকারীরা সবাই নিহত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হামলার সময় ওই কলেজে নবনিযুক্ত ৭০০ পুলিশ সদস্য ছিলেন, এদের নিয়োগ পরবর্তী প্রশিক্ষণ চলছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাওয়া আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পসের মহাপরিদর্শক মেজর জেনারেল শের আফগান বলেন, হামলাকারীরা আফগানিস্তানে তাদের নির্দেশকদের সঙ্গে কথা বলছিল। তিনজনের গায়েই আত্মঘাতী বিস্ফোরক ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.