Sylhet Today 24 PRINT

প্রথম মার্কিন লেখক হিসেবে ম্যান বুকার পুরস্কার পেলেন পল বিটি

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৬ অক্টোবর, ২০১৬

মার্কিন যুক্তরাষ্ট্রের লেখক হিসেবে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যান বুকার পুরস্কার লাভ করেছেন পল বিটি। বর্ণবাদী বিদ্রুপ বিষয়ে ‘দ্য সেলআউট’ উপন্যাসের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানা যায়।

মঙ্গলবার (২৫ অক্টোবর) ডাচেস অব কর্নওয়াল লন্ডনের গিল্ডহলে এক অনুষ্ঠানে বিটির হাতে পুরষ্কারের ৫০ হাজার পাউন্ড (প্রায় ৬০ লাখ টাকা) তুল দেয়া হয়।

বিটের ‘দ্য সেলআউট’ উপন্যাসের গল্প একজন কৃষ্ণাঙ্গ তরুণকে ঘিরে আবর্তিত হয়েছে।

পুরস্কার গ্রহণ করার পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ৫৪ বছর বয়সী এই লেখক বলেন, “এ বেশ কঠিন একটি বই, লিখতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। আমি জানি এটি পড়াও বেশ কঠিন।”

১৯৬২ সালে লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণকারী পল বিটি বর্তমানে নিউ ইয়র্কে বসবাস করছেন। ইতিপূর্বে তার লেখা অন্যান্য উপন্যাসের মধ্যে স্লামবারল্যান্ড, টাফ অ্যান্ড দ্য হোয়াইট বয় শাফল উল্লেখযোগ্য।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.