Sylhet Today 24 PRINT

কাশ্মীরে ভারত সীমান্তে পাকিস্তানের হামলা, নিহত ৫

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০১ নভেম্বর, ২০১৬

ফাইল ছবি

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর সীমান্তে হামলায় দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৮ জন। পাকিস্তান সীমান্ত থেকে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ভারত।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার (০১ নভেম্বর) রামগড় এলাকার আরনিয়া এবং নাউশেরা সেক্টরে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, পাকিস্তানি সেনারা রামগড়ের বেসামরিক লোকজন এবং নিরাপত্তারক্ষী বাহিনীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো আরও জানায়, পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় ভারতের সার্জিকাল স্ট্রাইকের পর এখন পর্যন্ত ৬০ বারের বেশি অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। ভারতীয় সেনাদের উপর সন্ত্রাসী হামলার পর গত ২৯ সেপ্টেম্বর পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় সার্জিকাল স্ট্রাইক চালিয়েছিলো ভারত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.