Sylhet Today 24 PRINT

টাঙ্গাইলে ভারত ও বাংলাদেশের যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া

নিউজ ডেস্ক |  ০৪ নভেম্বর, ২০১৬

বাংলাদেশের টাঙ্গাইল জেলায় ৫ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ভারত-বাংলাদেশ যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া ‘সম্প্রতি ২০১৬’ অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার (৩ নভেম্বর) ভারত সরকারের প্রেস ইনফর্মেশন ব্যুরো থেকে পাঠানো এক প্রেস রিলিজ এ তথ্য জানানো হয়েছে।  

দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা করার প্রয়াস থেকে এ মহড়া হতে যাচ্ছে। এর মাধ্যমে উভয় দেশের বাহিনীই উগ্রপন্থা মোকাবিলা ও সন্ত্রাস বিরোধিতামূলক পরিবেশে যৌথভাবে কাজ করবে।

এই মহড়া এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যেখানে উভয় বাহিনীর অংশগ্রহণকারীরা পরস্পরের সাংগঠনিক কাঠামো এবং কৌশলী ব্যূহ রচনার সঙ্গে প্রাথমিকভাবে পরিচিত হতে পারবে।  
সেই সঙ্গে, এই প্রশিক্ষণ থেকেই শুরু হবে যৌথ কৌশলগত মহড়া। যেখানে উভয় দেশের সেনাবাহিনী যুদ্ধ কৌশল অনুশীলন করবে। 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.