Sylhet Today 24 PRINT

বাংলাদেশের মানুষকে বাংলা ভাষায় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মোদির টুইট!

ইন্টারন্যাশনাল ডেস্ক  |  ১৪ এপ্রিল, ২০১৫

আবারও বাংলা ভাষায় বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়ে চমকে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের স্বাধীনতা দিবসের পর এবার তিনি তাঁর টুইটার আইডি থেকে বাংলা ভাষায় বাংলাদেশের মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলায় লিখা শুভেচ্ছা বার্তায় মোদি বলেন, 'পহেলা বৈশাখে সব বাঙালি বন্ধুদের আমার শুভেচ্ছা। আগামী বছরটা দুর্দান্ত কাটুক সবার। শুভ নববর্ষ।'

বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে গণ্যমান্য ব্যক্তিরা। এর মধ্যে নরেন্দ্র মোদি ছাড়াও রয়েছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশও করেছে।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন টুইটারে একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, 'চলতি বছর আমার পছন্দের বাংলা নববর্ষের ছবি। দেখে মনে হবে মানুষের রংধনু। যা বৈচিত্র্য ও বন্ধুত্বের প্রতীক।'

উল্লেখ্য, বাংলাদেশে বাংলা নববর্ষ ১৪ এপ্রিল হলেও কলকাতায় বাংলা নববর্ষ উদযাপিত হয় ১৫ এপ্রিল। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.