Sylhet Today 24 PRINT

ট্রাম্পে আস্থা শিনজোর

সিলেটটুডে ডেস্ক |  ১৮ নভেম্বর, ২০১৬

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর আস্থা রাখছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ শেষে আবে বলেছেন, ট্রাম্পের ওপর তাঁর ব্যাপক আস্থা রয়েছে।

শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য সম্মেলনে যোগ দিতে পেরু যাওয়ার পথে গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাত্রাবিরতির ফাঁকে ট্রাম্পের সঙ্গে আবে সাক্ষাৎ করেন।

ট্রাম্প টাওয়ারে দুই নেতার মধ্যে প্রায় ৯০ মিনিট ধরে বৈঠক হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম কোনো বিদেশি নেতার সঙ্গে ট্রাম্পের মুখোমুখি সাক্ষাৎ হলো।

আবের ভাষ্য, ট্রাম্পের সঙ্গে উষ্ণ পরিবেশে খোলামেলাভাবে আলোচনা হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী বলেন, ট্রাম্পের ওপর তাঁর ব্যাপক আস্থা আছে। এ ব্যাপারে তিনি নিশ্চিত।

আবে বলেন, তিনি ও ট্রাম্প একটি বিশ্বাসের সম্পর্ক গড়তে পারবেন বলে মনে করেন তিনি। এর আগে দেশত্যাগের আগে আবে বলেছিলেন, তিনি ট্রাম্প সরকারের সঙ্গে আস্থা গড়ে তুলতে চান। সমৃদ্ধি ও বিশ্বশান্তির জন্য একসঙ্গে কাজ করতে চান।

৪৫তম প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিতে চলা ট্রাম্পের সঙ্গে আবের এই বৈঠককে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশে-বিদেশে ব্যাপক আলোচনা ও ভবিষ্যত বিশ্বপরিস্থিতি কী হবে এমন আলোচনার সময়ে জাপানের প্রধানমন্ত্রী এমন মন্তব্য করলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.