Sylhet Today 24 PRINT

ট্রাম্পের আমলেও গোপন নথি ফাঁস অব্যাহত থাকবে : স্নোডেন

সিলেটটুডে ডেস্ক |  ২২ নভেম্বর, ২০১৬

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে দেশটির সর্বময় ক্ষমতার আধার হিসেবে মানতে রাজি নন এডওয়ার্ড স্নোডেন। তার মতে, ট্রাম্প হবেন একজন নামমাত্র প্রেসিডেন্ট।

সোমবার (২১ নভেম্বর) রাশিয়া থেকে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত এক ভিডিও কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন।

স্নোডেন বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট একটি গুরুত্বপূর্ণ পদ। তবে এটা অনেকগুলো গুরুত্বপূর্ণ পদের সমন্বিত রূপ। মার্কিন প্রেসিডেন্ট একটি সমন্বিত ব্যবস্থার প্রতিনিধিত্ব করেন মাত্র। আমি মনে করি না ট্রাম্প এ পদে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। তিনি একজন নামমাত্র প্রেসিডেন্ট হবেন।’

তিনি জানান, ট্রাম্প প্রশাসন তাকে গ্রেফতারের চেষ্টা চালাবে, এমন চিন্তা নিয়ে তিনি উদ্বিগ্ন নন। বরং ট্রাম্পের আমলেও মার্কিন প্রশাসনের গোপন নজরদারি বিষয়ক গোপন নথি ফাঁস অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রসঙ্গত, ২০১৩ সালে বেসামরিক ব্যক্তিদের ওপর চালানো গোপন নজরদারি বিষয়ক কয়েক হাজার মার্কিন নথি প্রকাশ করে আলোচনায় আসেন দেশটির ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির সাবেক কর্মী স্নোডেন। বর্তমানে রাশিয়ায় নির্বাসিত জীবন কাটাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের আদালতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা চলছে। দেশে ফিরলে বিচারের মুখোমুখি হতে হবে স্নোডেনকে।

সূত্র: দ্য গার্ডিয়ান

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.