Sylhet Today 24 PRINT

পারভেজ মোশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৬

পাকিস্তানের বেলুচিস্তানের জাতীয়তাবাদী নেতা নবাব আকবর খান বুগতি হত্যা মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন প্রদেশের হাইকোর্ট।

বুগতির ছেলে নবাবজাদা জামিল বুগতির রিভিউ পিটিশনের শুনানিতে বেলুচিস্তান হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি মোশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

মোশাররফ পাকিস্তানের প্রেসিডেন্ট থাকার সময়ে ২০০৬ সালে এক সামরিক অভিযানে মৃত্যু হয়েছিল বুগতির। বুগতি হত্যা মামলায় পাকিস্তানের সন্ত্রাসদমন আদালত বেকসুর খালাস দিয়েছিলো এই প্রাক্তন প্রেসিডেন্টকে। এরপর এই রায়কে চ্যালেঞ্জ করে বেলুচিস্তান হাইকোর্টে মামলা দায়ের করা হয়।

সূত্রঃ এনডিটিভি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.