Sylhet Today 24 PRINT

বিজয় দিবসে ভারতীয় সশস্ত্র বাহিনীকে অভিবাদন জানালেন মোদী

আন্তর্জাতিক ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০১৬

বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সশস্ত্র বাহিনীকে সম্মান ও অভিবাদন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার (১৬ ডিসেম্বর) ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো’র পক্ষ থেকে আগরতলা কার্যালয়ে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিবাদন বার্তায় বলা হয়, ১৯৭১ সালের যুদ্ধে যারা সাহসিকতার সঙ্গে সংগ্রাম করেছিলেন, বীরত্ব ও আত্মোৎসর্গের কথা স্মরণ করে তাদের প্রতি আমি (মোদী) সম্মান ও অভিবাদন জানাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.