Sylhet Today 24 PRINT

নির্বাচনে পরাজয়ের জন্য রাশিয়াকে দায়ী করলেন হিলারি

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০১৬

মার্কিন নির্বাচনের ৩৯ দিন যেতে না যেতেই ভিন্ন দিকে মোড় নিয়েছে যুক্তরাষ্ট্রের রাজনীতি।

এই নির্বাচনকে কেন্দ্র করে হ্যাকিংয়ের মাধ্যমে কারচুপির বিষয়টি আলোচনায় উঠে এসেছে। আর এই কারচুপির বিষয়ে রাশিয়ার নাম উঠে আসছে বারবার।

ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন মার্কিন নির্বাচনে পরাজয়ের জন্য রাশিয়ার হ্যাকিংকে দায়ী করেছেন ।

ডেমোক্রেটিক দলের ই-মেইল হ্যাকিংয়ে ব্যক্তিগতভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। তবে রাশিয়া এটি প্রত্যাখ্যান করেছে।

দলের তহবিল দাতাদের উদ্দেশে হিলারি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তার প্রতি ব্যক্তিগত আক্রোশ রয়েছে। ৫ বছর আগে সে দেশের পার্লামেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ তোলার কারণেই পুতিন তার (হিলারি) প্রতি ক্ষুব্ধ।

নির্বাচনের আগে আগে ই-মেইল কেলেঙ্কারি নিয়ে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক জেমস কোমি যে নতুন তদন্তের ঘোষণা দিয়েছিলেন সেটিরও উল্লেখ করেন হিলারি। ওই চিঠির কারণে অনেক রাজ্যে তিনি ভোট হারান বলে মন্তব্য করেন।

সূত্র: বিবিসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.