Sylhet Today 24 PRINT

ভূমিকম্পে যেভাবে ধ্বসে পড়ল বিশ্বের ঐতিহ্যবাহী ধারহারা ভবন(ভিডিও)

সিলেটটুডে ওয়েব ডেস্ক |  ২৬ এপ্রিল, ২০১৫

কাঠমুন্ডু বেড়াতে গেলে পর্যটকদের দর্শনীয় স্থানগুলোর মধ্যে শীর্ষের থাকত ধারহারা ভবন। ১৮৩২ সালে ভীমসেন থাপা অনিন্দ্য সুন্দর এই স্থাপনা নির্মাণ করেন বলে এটি ভীমসেন ভবন নামেও খ্যাত। ইউনেস্কো ঘোষিত বিশ্বের ঐতিহ্যবাহী স্থাপনার মধ্যে স্থান করে নিয়েছিল নেপালের অর্থনীতিতে ভূমিকা রাখা এই ভবন।

প্রায় ২০৩ ফুট উচ্চতার এই ভবনটিতে রয়েছে ২১৩ টি ধাপ। ২৫ এপ্রিল শনিবার দুপুরে ইতিহাসের ভয়াবহতম ভূমিকম্পে অন্য অনেক ভবনের সাথে ধ্বসে পড়ে বিশ্ব ঐতিহ্যের এই নিদর্শনটিও।

জানা যায়, ভূমিকম্প শুরু হবার কিছুক্ষণের মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙ্গে যায় এ ভবন। এসময় ঘটে প্রাণহানির ঘটনাও। নেপালের ইতিহাস ঐতিহ্যের বড় একটা স্থাপনা মুহূর্তেই  ধূলিসাৎ হবার একটি ভিডিও মাউন্টের টিভি ও এপিবি আনন্দের সূত্রে পাওয়া গেছে।

প্রসঙ্গত, শনিবারের ভয়াবহ ভূমিকম্পে শেষ খবর পাওয়া পর্যন্ত নেপালে প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন। কেবল রাজধানী কাঠমুন্ডুতেই ৫০০ জনের অধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিশ্চিহ্ন হয়ে গেছে মাউন্ট এভারেস্টের কয়েকটি বেসক্যাম্প। সেখানে বেশ কয়েকজন পর্বতারোহীর মৃত্যুর খবরও পাওয়া গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.