Sylhet Today 24 PRINT

সংকটকালে নেপালের পাশে প্রতিবেশীরা

সিলেটটুডে ওয়েব ডেস্ক |  ২৬ এপ্রিল, ২০১৫

ইতিহাসের ভয়াবহতম ভূমিকম্পে বিপর্যস্ত নেপালের পাশে দাঁড়িয়েছে প্রতিবেশী রাষ্ট্র চীন , ভারত ও বাংলাদেশ ।

ইতিমধ্যে ত্রাণ নিয়ে নেপালে পৌঁছে গেছে বাংলাদেশের সাহায্যকারী দল। ত্রাণসামগ্রীর মধ্যে জরুরি ওষুধ, তাঁবু, বিস্কুটসহ টিনজাত শুকনো খাবার ,পানি ও কম্বল রয়েছে। সেনাবাহিনীর ছয়টি চিকিৎসা দল ও বিমান বাহিনীর ক্রুরা রয়েছেন এই প্রতিনিধি দলে।

এই অঞ্চলের সবচেয়ে বড় দুই দেশ ভারত ও চীনও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে হিমালয় কন্যার দিকে। চীনের সেনাবাহিনীর একটি বিশেষ দল উদ্ধারকাজে অংশ নিতে নেপালে পৌঁছে গেছে।
 
নেপালকে সাহায্যের জন্য এ কাজে প্রশিক্ষিত ভারতের বড় একটি দলকে পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  

গত শনিবার দুপুরে ৭.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নেপালে এ পর্যন্ত ২ হাজারের অধিক মানুষ নিহত হয়েছেন। ধূলিসাৎ হয়ে গেছে ধারাহারা ভবনসহ বেশ কয়েকটি ঐতিহাসিক স্থাপনা। এর প্রভাবে ভারত ও বাংলাদেশও কেঁপে উঠে।

এদিকে রোববারও নেপালে ৬.৭ মাত্রার ভূমিকম্প হয় একইভাবে হালকা কম্পন হয় ভারত ও বাংলাদেশে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.