Sylhet Today 24 PRINT

লন্ডন-বাংলা প্রেসক্লাবের নেতৃত্বে নাহাস-জোবায়ের-মাসুম

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০১৭

লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে ২০১৭-২০১৮ সালের জন্যে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিডিনিউজ টুয়েন্টিফোরের লন্ডন প্রতিনিধি ও সাপ্তাহিক জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, সেক্রেটারী পদে চ্যানেল চ্যানেল এস টিভির চীফ রিপোর্টার মোহাম্মদ জোবায়ের এবং ট্রেজারার নির্বাচিত হয়েছেন ইকরা বাংলাটিভির চ্যারেটি ম্যানেজার ও বাংলাদেশ প্রতিদিনের যুক্তরাজ্য প্রতিনিধি আ স ম মাসুম।

এছাড়াও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, সাংবাদিক মাহবুব রহমান, এ্যাসিসটেন্ট সেক্রেটারী মুসলিম উইকলী সম্পাদক মোহাম্মদ সোবহান, কমিনিকেশন সেক্রেটারী বাংলাটিভির চীফ রিপোর্টার মোহাম্মদ আব্দুল কাইয়ুম, ট্রেনিং এন্ড রিসার্স সেক্রেটারী চ্যানেল এস টিভির সিনিয়র রিপোর্টার ইব্রাহিম খলিল, ইনফরমেশন সেক্রেটারী সাপ্তাহিক বাংলাপোষ্টের সালেহ আহমদ, ইভেন্ট এন্ড ফ্যাসেলিিেটস সেক্রেটারী তওহিদ আহমদ।

এছাড়া ছয়জন সাধারন সদস্য নির্বাচিত হয়েছেন যারা তারা হলেন মোহাম্মদ ইমরান আহমদ সাপ্তাহিক জনমত, রুপি আমিন বাংলাটিভি, আমিরুল চৌধুরী সাপ্তাহিক জনমত, হাবিবুর রহমান চ্যানেল এস টিভি, পলি সুলতানা, নতুনদিন অনলাইন এবং মোহাম্মদ রহমত আলী মাসিক দর্পন। এ ১৫টি পদের ২৯জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

নাহাস মিলটন -মাসুম এল্যায়েন্স প্রেসিডেন্ট-টেজারার ভাইস প্রেসিডেন্ট সহ ১১টি পদে জয়লাভ করে অন্যদিকে এমাদ-জোবায়ের- তাইছির মাহমুদ এল্যায়েন্সের সেক্রেটারী, ট্রেনিং এন্ড রিসার্স সেক্রেটারী সহ দুটি সদস্য পদে বিজয়ী হন।

মোট ৩২২জন ভোটারের মধ্যে ৩১৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাহমুদ হাসান এমবিই, বজলুর রশিদ এমবিই ও মোহাম্মদ হাবিবুর রহমান। নির্বাচন প্রত্যক্ষ করতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি সহ সমবেত বাঙালিদের এক মিলন মেলায় পরিণত হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.