Sylhet Today 24 PRINT

৬৩ বছর পর ‘মিস ইউনিভার্স’ এর মুকুট পেল ফ্রান্স

সিলেটটুডে অনলাইন ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০১৭

বলা হয়, ফরাসীরা সুন্দরের পূজারি। আর সেই পূজারিদের দেশেরই এক সুন্দরী আইরিস মিত্তেনায়ের এ বছর জিতে নিয়েছেন 'মিস ইউনিভার্স' প্রতিযোগিতার খেতাব।

এই অর্জনের মধ্য দিয়ে 'মিস ইউনিভার্স' খেতাব জয়ে ফ্রান্সের ৬৩ বছরের খরা ঘুচিয়েছেন ২৪ বছর বয়সী মিত্তেনায়ের।

এর আগে ফ্রান্সের হয়ে সর্বশেষ ১৯৫৩ সালে এই খেতাব জিতেছিলেন অভিনেত্রী ক্রিশ্চিয়ানে মার্টেল। মিস ইউনিভার্স প্রতিযোগিতা আয়োজনের দ্বিতীয় বছরেই সেই খেতাব জিতেছিলেন মার্টেল।

নতুন 'মিস ইউনিভার্স' আইরিস মিত্তেনায়েরের পড়াশোনা ডেন্টাল সার্জারি বিষয়ে। ২০১৬ সালে তিনি 'মিস ফ্রান্স' নির্বাচিত হন। গ্রাজুয়েশন শেষ করে তিনি একজন ডেন্টিস্ট হতে চান।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত 'মিস ইউনিভার্স' প্রতিযোগিতার ৬৫তম আসরে এ বছর ৮৫ জনকে পেছনে ফেলে সম্মানজনক এ খেতাব জেতেন মিত্তেনায়ের। হাইতির রাকেল প্রথম রানার আপ ও কলম্বিয়ার আন্দ্রেয়া তোভার দ্বিতীয় রানার আপ হন।

সূত্র: দ্য মিরর ও উইকিপিডিয়া

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.