Sylhet Today 24 PRINT

বিধ্বস্ত নেপালে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে

সিলেটটুডে ওয়েব ডেস্ক |  ২৭ এপ্রিল, ২০১৫

ভয়াবহ ভূমিকম্পে নেপালে মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এ পর্যন্ত অন্তত ৩২১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে । আহত ৬ হাজারেরও বেশি। আহতের মধ্যে অনেকের অবস্থাও আশঙ্কাজনক।

শনিবার থেকে একের পর এক কম্পনের অভিঘাতে ধ্বংস হয়ে গিয়েছে ঘর-বাড়ি, একাধিক প্রাচীন স্থাপত্য। বিদ্যুত্হীন রাজধানী কাঠমাণ্ডুসহ বিভিন্ন এলাকা। এরই মাঝে শুরু হয়েছে বৃষ্টি। পার্বত্য এলাকাগুলিতে তুষারপাত হচ্ছে। ধ্বংসস্তূপে বহু মানুষ এখনও আটকে রয়েছেন বলে আশঙ্কা। যুদ্ধকালীন তত্পরতায় কাজ চালাচ্ছে আন্তর্জাতিক উদ্ধারকারী দল। বাংলাদেশ একটি বিশেষ প্রশিক্ষিত দল পাঠিয়েছে নেপালে।

ভারতও ১৩টি সামরিক বিমান এবং ৭০০-রও বেশি বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞকে নেপালে পাঠিয়েছে। শুরু থেকেই কাজ করছে চীনের একটি বড় উদ্ধারকারী দল।

সোমবারই ভূমিকম্প-বিধ্বস্ত নেপালে সেনা বিমান, ত্রাণ সামগ্রী এবং প্রায় ৭০ জন উদ্ধারকারীকে পাঠাচ্ছে আমেরিকা।

 
তিব্বতে মৃত বেড়ে ২০

অপরদিকে নেপালে ভূমিকম্পের জেরে তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০। এখনও নিখোঁজ চারজন। আহত ৫৮। তিব্বতে প্রায় পঁচিশ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তিব্বতি এলাকাগুলিতে চলছে উদ্ধারকাজ। আগামি ২৪ ঘণ্টায় বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে।






তথ্যসূত্র: এবিপি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.