Sylhet Today 24 PRINT

নেপালে ভূমিকম্পের জন্য রাহুল গান্ধী দায়ী, উদ্ভট মন্তব্য বিজেপির এমপির

সিলেটটুডে ডেস্ক |  ২৮ এপ্রিল, ২০১৫

ভারতের প্রতিবেশি রাষ্ট্র নেপালে ভূমিকম্পের জন্য কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে দায়ী করলেন বিজেপি এমপি সাক্ষী মহারাজ।

বিতর্কিত এই বিজেপি এমপির দাবি, ‘গরুর গোশত খেয়ে নিজেকে শুদ্ধ না করেই পবিত্র কেদারনাথে যাত্রা করেছিলেন রাহুল গান্ধী। তারই ফলশ্রুতি হিসেবে নেপালে ভূমিকম্প হয়েছে!’

ভূমিকম্পের মত ভয়াবহ ঘটনায় এ ধরণের উদ্ভট মন্তব্য করায় রাজনৈতিক মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।   

কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, ভূমিকম্পের মত মানবিক বিপর্যয় নিয়ে সাম্প্রদায়িক এবং রাজনৈতিক রঙ দেয়ার চেষ্টা করা হচ্ছে।

কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা দেব জানান, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহের কতিপয় সাথী অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণভাবে এবং সংকীর্ণ মনোভাব নিয়ে একটি ভয়াবহ মানবিক বিপর্যয়কে সাম্প্রদায়িক এবং রাজনৈতিক রঙ দেয়ার চেষ্টা চালাচ্ছেন।’

তিনি মিডিয়ায় প্রকাশিত খবরের কথা মনে করিয়ে দিয়ে জানান, ‘নারীদের ১০ সন্তানের জন্ম দেয়ার আহ্বান জানিয়ে বিখ্যাত হওয়া বিজেপি নেতা এবং এমপি সাক্ষী মহারাজ এবার নেপালে ভূমিকম্পের জন্য রাহুল গান্ধীর ভগবান কেদারনাথ দর্শনকে দায়ী করেছেন।’

কংগ্রেস মুখপাত্র সুস্মিতা দেব জানান, ‘এ রকম মন্তব্য করে তিনি শুধু কেদারনাথের উপর বিশ্বাস রাখা মানুষদেরই অপমান করেন নি বরং ভয়াবহ মানবিক বিপর্যয়ে বিপর্যস্তদের প্রতিও উপহাস করেছেন।’

তিনি বলেন, ‘আমরা দাবি করছি, প্রধানমন্ত্রী এবং বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ সাক্ষী মহারাজের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।’

গত সপ্তাহেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেদারনাথ মন্দির দর্শনে যান। রাহুল গান্ধী মন্দিরের প্রধান পুরোহিতের সঙ্গে মন্দিরের ভেতরে গিয়ে কিছুক্ষণ সময় কাটান। সেখানে পুজো দেয়ার পর তিনি মন্দিরের আশেপাশে ঘুরে দেখেন এবং মাটিতে শুয়ে কিছুক্ষণ বিশ্রামও করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.