Sylhet Today 24 PRINT

পরাজয় মেনে নিলেন রাজাপাকসে, শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি হচ্ছেন সিরিসেনা

নিউজ ডেস্ক |  ০৯ জানুয়ারী, ২০১৫

দু’বছর নির্বাচনে এগিয়ে হ্যাটট্রিক হল না। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হলেন মাহিন্দা রাজাপক্ষ। প্রায় ৪ লক্ষ ভোটের ব্যবধানে জয়ী রাজাপক্ষের মূল প্রতিদ্বন্দ্বী মৈথিরিপালা সিরিসেনা। তিনিই শ্রীলঙ্কার পরবর্তী প্রেসিডেন্ট হবেন। জয়ের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


এদিন নির্বাচনী ফল আঁচ করতে পেরে আগেভাগেই ক্ষমতা হস্তান্তরের কথা ঘোষণা করেন রাজাপক্ষে। নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ছিল স্বজনপোষণ এবং দুর্নীতি। এই জোড়া ফলাতেই শেষমেশ বিদ্ধ হলেন দীর্ঘদিন শ্রীলঙ্কার ক্ষমতার অলিন্দে থাকা রাজাপক্ষে।


নির্বাচনে পরাজয়ের পরই নিজের সরকারি বাসভবন ছেড়ে, দেশবাসীর থেকে বিদায় নেন শ্রীলঙ্কার সদ্য প্রাক্তন হওয়া প্রেসিডেন্ট রাজাপক্ষ। নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার পর সিরিসেনাকে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হবে। আশা করা যায় তিনি এই নির্বাচনী লড়াই চল্লিশ লক্ষ ভোটে জিতে যাবেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.