Sylhet Today 24 PRINT

সিরিয়ায় নামাজরত মুসল্লিদের ওপর বিমান হামলা, নিহত ৪২

সিলেটটুডে ডেস্ক |  ১৭ মার্চ, ২০১৭

সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি গ্রামের মসজিদে বিমান হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছে। তখন মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করছিলেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) এ বিমান হামলা হয়। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এবং অন্য মানবাধিকারকর্মীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খবরটি জানিয়েছে।

দামেস্কের আদালত প্রাঙ্গণে আত্মঘাতী হামলায় ৩১ জন নিহত হওয়ার একদিন পরই এ হামলা হলো। হামলার সময় মসজিদটিতে মুসল্লিরা নামাজ আদায় করছিলেন।

সিরিয়ান অবজারভেটরি জানায়, বৃহস্পতিবার আলেপ্পোর আতারিবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আল-জিনা এলাকায় ওই বিমান হামলা হয়। সেসময় ৪২ জন নিহত হওয়ার পাশাপাশি অনেকে আহত হয়।

স্থানীয় মানবাধিকারকর্মীদের দাবি, বিমান হামলা চলার সময় হাসপাতালের ভেতর ৩০০ মানুষ ছিলেন। সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেন, নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। সংবাদ সংস্থা ডিপিএ-কে দেওয়া সাক্ষাৎকারে রামি আরও জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে ইদলিব প্রেস সেন্টারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে।

বিমান হামলাটি ঠিক কারা চালিয়েছে সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই এলাকায় বিদ্রোহী ঘাঁটি লক্ষ্য করে মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়ে থাকে। মার্কিন ওই জোটে সৌদি আরবও রয়েছে।

উল্লেখ্য, সিরিয়ায় ৬ বছর ধরে গৃহযুদ্ধ চলমান আছে। এ সময়ের মধ্যে ৩ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। ঘরহারা হয়েছে ১ কোটি ১০ লাখ মানুষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.