Sylhet Today 24 PRINT

ভারতের আগ্রায় পরপর বোমা বিস্ফোরণ

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মার্চ, ২০১৭

ভারতের বিখ্যাত পর্যটন শহর আগ্রায় পরপর দুটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে জঙ্গিগোষ্ঠি আইএস আগ্রায় হামলার হুমকি দিয়েছিলো।

শনিবার সকালের দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের কাছে একটি ময়লার ডিপোতে প্রথম বিস্ফোরণ ঘটে; এসময় পরিচ্ছন্নকর্মীরা সেখানে কাজ করছিলেন বলে পুলিশ জানিয়েছে। কয়েক মিনিট পর স্টেশনের কাছে এক লোকালয়ে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তবে এই দুই ঘটনায় হতাহতের খবর মেলেনি।

গত সপ্তাহে আইএসঘনিষ্ঠ একটি মিডিয়া গ্রুপে প্রকাশিত এক ছবিতে তাজমহলকে নতুন হামলার ‘নিশানা’ করার পর শহর ঘিরে নিরাপত্তা বাহিনীর বাড়তি সতর্কতার মধ্যেই এই বিস্ফোরণের ঘটনা ঘটল।  

মধ্যপ্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর থেকে ভারতে আইএস জঙ্গিগোষ্ঠীর তৎপরতা বেড়েছে বলে দাবি করে আসছে ভারতীয় গোয়েন্দাসংস্থাগুলো।

তারা বলছে, ইরাক ও সিরিয়ায় ভয়াবহ প্রতিরোধের মুখে দক্ষিণ এশিয়ায় ধারাবাহিক হামলার মাধ্যমে বিশ্বমঞ্চে নতুন করে আবির্ভূত হওয়ার চিন্তা করছে মধ্যপ্রাচ্যভিত্তিক এই জঙ্গিগোষ্ঠী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.