Sylhet Today 24 PRINT

মদ খেয়ে ফ্লাডগেট খুলে দিলো তিন মাতাল, বন্যায় ভাসল দেশ

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মার্চ, ২০১৭

তিন মাতালের কাণ্ডে বন্যায় ভেসে গেল ভিয়েতনাম। মদ খেয়ে মাতাল হয়ে তারা তিনজন মিলে খুলে দেয় পানি নিয়ন্ত্রণের বাধের গেট। এতে বন্যায় ভেসে যায় ভিয়েতনামের বিস্তীর্ণ এলাকা।

মালয়েশীয় গণমাধ্যম স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বন্যার ফলে বহু মানুষ ঘরছাড়া হয়েছে এবং জনগণের কয়েক লাখ টাকার শস্য নষ্ট হয়েছ। ইতিমধ্যে ওই তিন ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে বলেও জানিয়েছে গণমাধ্যমটি।

মদ্যপ অবস্থায় রাতের অন্ধকারে রাতের অন্ধকারে ফ্লাডগেট খুলে দেয় তিনজন। তুমুল স্রোতে বেরিয়ে আসে ২০ লাখ কিউবিক মিটার পানি, যা অলিম্পিক গেমসে ৮০০টি সুইমিং পুলে যত পানি ধরে তার সমান। এতে ভিয়েতনামের বিস্তীর্ণ অংশজুড়ে বন্যা পরিস্থিতি দেখা দেয়। বন্যায় ভেসে যায় ২০ হেক্টর শস্যক্ষেত। ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার।

শুধু তাই নয়, পানি সংরক্ষণাগারের গেট খুলে দেয়ায় সব পানি বেরিয়ে যাওয়ার ফলে দেশটিতে দেখা দিয়েছে পানি সংকট। এদিকে ওই তিন মদ্যপের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে কি না- তা নিয়ে ভেবে দেখছে পুলিশ।

সূত্র: স্ট্রেইট টাইমস

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.