Sylhet Today 24 PRINT

ব্রিটেনে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬, পুলিশের সন্দেহ ইসলামপন্থীদের

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৩ মার্চ, ২০১৭

ব্রিটিশ পার্লামেন্টের বাইরে আততায়ীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জন। নিহতের মধ্যে আছেন এক পুলিশ কর্মকর্তা, এক নারী ও পুলিশের গুলিতে নিহত হামলাকারী। হামলাকারীর ছুরিকাঘাতে এক পুলিশ সদস্যসহ তার গাড়িচাপায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। এ হামলার ঘটনায় ইসলামপন্থী সন্ত্রাসীদের সন্দেহ করছে পুলিশ।

বুধবার (২২ মার্চ) হাউস অব কমন্সের অধিবেশন চলাকালে এ হামলার ঘটনা ঘটে।

ওই আততায়ী ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দিয়ে দ্রুত গাড়ি চালিয়ে আসার সময় কয়েকজন পথচারীকে চাপা দেন। পরে তার গাড়িটি হাউস অব কমন্সের সীমানাঘেঁষা রেলিংয়ে আঘাত হানে।

এর পরপরই ওয়েস্টমিনস্টার ব্রিজে বেশ কয়েকজন আহত লোককে পড়ে থাকতে দেখা যায়। হামলার পর হাউস অব কমন্সের অধিবেশন স্থগিত করা হয়েছে। পার্লামেন্ট সদস্যদের নিজ নিজ কার্যালয়ে থাকতে বলা হয়েছে। এ হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যা দিয়েছে লন্ডন পুলিশ।

হাউস অব কমন্সের নেতা ডেভিড লিডিংটন জানিয়েছেন, যে হামলাকারী এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করেছিলেন, পুলিশের গুলিতে তিনি নিহত হয়েছেন।

সেন্ট থমাস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় অনেক লোক আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা গুরুতর। ওই হাসপাতালের চিকিৎসক কলিন অ্যান্ডারসন জানিয়েছেন, তিনি ৩০ বছরের এক পুলিশ কর্মকর্তার চিকিৎসা করেছেন। তাঁর মাথায় আঘাত রয়েছে। এ ছাড়া এক নারীসহ চারজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ব্রিজজুড়ে লোকজন পড়ে আছে। এদের কয়েকজনের আঘাত গুরুতর, কয়েকজনের আঘাত সামান্য।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাস-দমন বিভাগের শীর্ষ কর্মকর্তা মার্ক রোলি জানিয়েছেন, ওয়েস্টমিনস্টার ব্রিজে এবং পার্লামেন্ট ভবনের বাইরে হামলা ইসলামপন্থীদের কাজ হতে পারে বলে মনে করছে লন্ডন পুলিশ।

সূত্রঃ বিবিসি, রয়টার্স 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.