Sylhet Today 24 PRINT

এবার পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মে, ২০১৫

এবার তীব্র ভূমিকম্প কেঁপে উঠল পাপুয়া নিউগিনি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৫। পাপুয়া নিউগিনির দক্ষিণ প্রান্ত থেকে ৩০০ কিলোমিটার পর্যন্ত ভূকম্পনের কেন্দ্রস্থল। প্রশান্ত মহাসাগরে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া উপকূলেও সতর্কতা জারি করা হয়েছে। এই নিয়ে গত সাত দিনে ১৭ বার কেঁপে উঠল পাপুয়া নিউ গিনি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৭টা ৪৪ মিনিটে এই ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল পাপুয়া নিউ গিনির ইস্ট নিউ ব্রিটেন প্রদেশের কোকোপো থেকে ১৩০ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের ৩৩.৯ কিলোমিটার গভীরে।


ভূমিকম্পের তথ্য বিশ্লেষণ করে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করলেও পরে বড় ধরনের সুনামির ভয় কেটে যাওয়ার কথা জানিয়েছে।
পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মাত্র দশ দিন আগে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত সাত হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.