Sylhet Today 24 PRINT

সিরিয়ার সামরিক ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক  |  ০৭ এপ্রিল, ২০১৭

সিরিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটিতে ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (৭ এপ্রিল) ভোর থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত প্রায় ৫০টি ট্রমাহক ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়েছে।পূর্ব ভূমধ্যসাগরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ঘাঁটি থেকে এই হামলা পরিচালনা করা হয়েছে।

এসব মিসাইলের লক্ষ্যবস্তু ছিলো আসাদ বাহিনীর ব্যবহৃত বিভিন্ন বিমান ঘাঁটি, দেশটির রাডার স্থাপনা এবং রাসায়নিক অস্ত্রের মজুদ থাকতে পারে এমন স্থানে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, সিরিয়ার ভবিষ্যতের বিষয়ে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের আর কোন ভূমিকা থাকতে পারে না। যদিও ট্রাম্প প্রশাসন এ সপ্তাহের শুরুতে জানিয়েছিল যে, বাশার আল আসাদের পদচ্যুতির বিষয়টি তাদের সিরিয়া নীতিতে আর গুরুত্বপূর্ণ নয়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ায় এই হামলা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থেই করা হয়েছে। গত সপ্তাহের সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় রাসায়নিক হামলা অন্তত ৭৮ জন নিহত হয়েছেন।নিহতদের মধ্যে ২৭টি শিশুও ছিলো।

সূত্র :বিবিসি।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.