Sylhet Today 24 PRINT

মিশরে গির্জায় বিস্ফোরণে নিহত ১৩

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০১৭

মিশরের উত্তরাঞ্চলে কপটিক খ্রিস্টানদের একটি গির্জায় বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৪০ জন।

রোববার (৯ এপ্রিল) মিশরের রাজধানী কায়রোর উত্তরে তানতার সেন্ট জর্জ গির্জায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। সেখানে তখন ‘পাম সানডে’ বা জেরুজালেমে যিশু খ্রিস্টের আগমনের স্মরণে একটি ভোজ অনুষ্ঠান চলছিল। ওই ভোজসভা চলার সময় সেখানে বিস্ফোরণটি ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। তবে গত কয়েক বছর ধরে মিশরের সংখ্যালঘু খ্রিস্টানদের লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালাচ্ছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। গত বছরের ডিসেম্বরে কায়রোর এক কপটিক গির্জায় প্রার্থনা চলাকালীন এক বোমা বিস্ফোরণে ২৫ জন নিহত হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.