Sylhet Today 24 PRINT

মসুলে আইএসের ধর্মীয় নেতা নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১৫ এপ্রিল, ২০১৭

রয়টার্স

ইরাকের পশ্চিম মসুলে বিমান হামলায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) এক জ্যেষ্ঠ ধর্মীয় এক নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরাকি বাহিনী।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় আবু আইয়ুব আল আতার নামেও পরিচিত মুফতি আব্দুল্লাহ আল বাদরানি নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

আল বাদরানি বেসামরিকদের হত্যা, নির্যাতন ও যৌন নির্যাতনের মতো বিষয়ে আইএসের অনেক ফতোয়া দিয়েছিলেন বলে জানিয়েছে ইরাকি বাহিনী। উত্তর ইরাকে সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের নারীদের যৌন নির্যাতন ও দাস বানানোর ফতোয়া তিনিই দিয়েছিলেন বলে ধারণা করা হয়।

অতি সম্প্রতি ইরাকি বাহিনীর পুনরুদ্ধার করা পূর্ব মসুলের বেসামরিক বাসিন্দাদের ওপর হামলা চালানোর ফতোয়াও দিয়েছিলেন তিনি।

বেসামরিক বাসিন্দাদের ‘মুরতাদ’ অভিহিত করে তাদের হত্যা করা জায়েজ বলে ঘোষণা করেছিলেন।

ইরাকে আইএসের শেষ শক্তিশালী ঘাঁটি মসুলের পশ্চিমাংশ পুনরুদ্ধারে জঙ্গিগোষ্ঠীটির সঙ্গে ইরাকি বাহিনীর তীব্র লড়াই চলছে। পশ্চিম মসুলের পুরনো অংশে চলা চূড়ান্ত লড়াইয়ে ইরাকি বাহিনী আল নুরি মসজিদের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।

২০১৪ সালে এই নুরি মসজিদ থেকেই সিরিয়া ও ইরাকের দখল করা অংশে ইসলামি খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন আইএসের প্রধান নেতা আবু বকর আল বাগদাদি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.