Sylhet Today 24 PRINT

হঠাৎ মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০১৭

ব্রিটেনে হঠাৎ মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী তেরেসা মে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটের সামনে তিনি এ ঘোষণা দিয়ে তেরেসা মে বলেন, আগামী ৮ জুন নির্বাচনের জন্য বুধবার তিনি সংসদে প্রস্তাব আনবেন।

ব্রিটেনের পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ২০২০ সালে। এখন মধ্যবর্তী নির্বাচনের এ প্রস্তাব পাশের জন্য সংসদের দুই-তৃতীয়াংশ এমপির সমর্থন লাগবে।

গত বছর জুনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসার (ব্রেক্সিট) প্রশ্নে ব্রিটেনে গণভোটের পর তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগ করার পর তেরেসা মে প্রধানমন্ত্রী হন। গত কয়েক মাসে প্রধানমন্ত্রী মে একাধিকবার মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দেন। ফলে হঠাৎ তার এই ঘোষণা বেশ চমকপ্রদ।

জাতীয় স্বার্থে এই মধ্যবর্তী নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ব্রেক্সিটের পর ব্রিটেনের স্থিতিশীলতা নিশ্চিত করতে 'অনিচ্ছা সত্ত্বেও তিনি নির্বাচন ডাকছেন।

তিনি বলেন, ব্রেক্সিটের পর থেকে সংসদ দ্বিধাবিভক্ত। বিরোধী লেবার পার্টি ইইউ'র সঙ্গে চূড়ান্ত বোঝাপড়ার চুক্তির বিরোধিতার হুমকি দিয়েছে। লিবারেল ডেমোক্রেটরা সরকারকে অচল করে দেয়ার হুমকি দিচ্ছে। এই অবস্থায় নতুন নির্বাচন না দিলে তাদের 'রাজনৈতিক খেলা' অব্যাহত থাকবে।

তবে অনেক রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন, জেরেমি করবিনের নেতৃত্বে বিরোধী লেবার পার্টির বর্তমান বেহাল অবস্থার সুযোগ নিতে চাইছেন তেরেসা মে। সাম্প্রতিক জনমত জরিপগুলোতে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির চেয়ে অনেক পিছিয়ে লেবার। ভোটারদের কাছে কনজারভেটিভ পার্টির গ্রহণযোগ্যতা যেখানে ৪২ শতাংশ, লেবারের গ্রহণযোগ্যতা সেখানে মাত্র ২৭ শতাংশ।

সূত্র: বিবিসি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.