Sylhet Today 24 PRINT

কাশ্মীরে নিষিদ্ধ ফেসবুক, টুইটার, ইউটিউব

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৬ এপ্রিল, ২০১৭

ভারতশাসিত কাশ্মীরে  ফেসবুক, টুইটার, ইউটিউবসহ মোট ২২টি সামাজিক যোগাযোগ মাধ্যম ১ মাসের জন্য নিষিদ্ধ করেছে রাজ্য সরকার।

রাজ্য সরকার দাবি করেছে, কাশ্মীরে সহিংসতা উসকে দিতে 'সরকারবিরোধী হাতিয়ার' হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে।

নিষিদ্ধ করে দেওয়া অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে উল্লেখযোগ্য হলো স্কাইপে, টেলিগ্রাম, স্যাপচ্যাট ও রেডিট।

রাজ্য সরকারের নিষেধাজ্ঞার আদেশে বলা হয়েছে, কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘অসন্তোষ ছড়াতে’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আপত্তিকর তথ্য-উপাত্ত’ ছাড়ানো হচ্ছে।

গত বছর জুলাই মাসে জনপ্রিয় ধর্মীয় নেতা বুরহান ওয়ানি নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হওয়ার পর থেকে কাশ্মীরে সরকারবিরোধী বিক্ষোভ চরম আকার ধারণ করে। সেই থেকে বিক্ষোভ ও সহিংসতা চলছে।

৯ এপ্রিল শ্রীনগর উপ-নির্বাচন নিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পুলিশের সঙ্গে আটজন নিহত হওয়ার পর বিক্ষোভ আরো ছড়িয়ে পড়ে। হাজারো শিক্ষার্থী রাস্তায় নেমে ভারত সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর পাথর ছুঁড়ে প্রতিবাদ জানায়।

সম্প্রতি বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানে। কয়েকটি বিদ্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। চরম এ পরিস্থিতি মোকাবিলায় সরকার এখন বিকল্প উপায় হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বন্ধ করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.