Sylhet Today 24 PRINT

বেঈমানি করে তিস্তার জল দিতে পারব না বাংলাদেশকে : মমতা

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৮ এপ্রিল, ২০১৭

মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বেঈমানি করে তিস্তার জল দিতে পারব না বাংলাদেশকে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে পশ্চিমবঙ্গের নবগঠিত আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় এক জনসভায় একথা বলেন মমতা।

তিনি বলেন, বাংলার (পশ্চিমবঙ্গ) মানুষকে বঞ্চিত করে, বেঈমানি করে তিস্তার জল দিতে পারব না বাংলাদেশকে। আমি বাংলাকে ভালোবাসি। বাংলাদেশকেও ভালোবাসি। তবে রাজ্যকে বঞ্চিত করে তিস্তার জল দিতে পারব না বাংলাদেশকে।

তিনি বলেন, আগামী দিনে দিল্লি দখল করবে তৃণমূল। তাই তৃণমূলকে এত ভয় পাচ্ছে বিজেপি। তবে সিবিআই দিয়ে তৃণমূলকে ভয় দেখিয়ে কোনো কাজ হবে না। তৃণমূল ভয় পায় না।

মমতা তাঁর বক্তব্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে ইঙ্গিত করে বলেন, সকালে যাচ্ছেন গরিবের বাড়িতে, আর রাতে পাঁচতারা হোটেলে। আপনারা কেউ বিজেপিকে সমর্থন দেবেন না। ওরা বিভেদের রাজনীতি করে, সাম্প্রদায়িক রাজনীতি করে। সাম্প্রদায়িকতা ছড়ায়। ওরা অস্ত্র নিয়ে মিছিল করে। ওদের ঠাঁই বাংলায় নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.