Sylhet Today 24 PRINT

‘ফরেন ফ্রেন্ডস অব বাংলাদেশ’ সম্মাননা ফিরিয়ে দেবেন হামিদ মির

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৮ এপ্রিল, ২০১৭

পাকিস্তানী সাংবাদিক হামিদ মিরের  বাবা ওয়ারিশ মিরকে বাংলাদেশ থেকে দেয়া সম্মাননা ফিরিয়ে দেবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) পাকিস্তানি টিভি চ্যানেল জিও নিউজের ক্যাপিটাল টক নামে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

পাকিস্তানী সংবাদমাধ্যম দ্য নিউজ জানায়, অনুষ্ঠান চলাকালে হামিদ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সময় যারা তাদের পক্ষে ছিলেন তাদের সম্মাননা দেন। হামিদের বাবা ওয়ারিশ মিরও মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে সংঘটিত পাকিস্তানী বাহিনীর গণহত্যার প্রতিবাদ জানান। ২০১৩ সালে ‘ফরেন ফ্রেন্ডস অব বাংলাদেশ’ নামের এ সম্মাননা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হামিদ আরো জানান, সম্মাননা নেওয়ার সময় আমি ভেবেছিলাম বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের জন্য এটা দেওয়া হচ্ছে। কিন্তু পরে দেখলাম তিনি আসলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ করছেন দিন দিন। যেমন, পাকিস্তানে তিনি বাংলাদেশ ক্রিকেট দলকে আসতে দেননি। এ সম্মাননা আসলে একটি প্রতারণা।

প্রসঙ্গত, সম্মাননা প্রদান অনুষ্ঠানে ওয়ারিশ মিরের পক্ষে পুরস্কার গ্রহণ করেন হামিদ মীর। এ ছাড়াও বিপ্লবী কবি হাবীব জালিবের মেয়ে তাহিরা জালিব, প্রখ্যাত কবি ফয়েজ আহমদ ফয়েজের মেয়ে সেলিমা হাশমি, মালিক গুলাম জিলানির মেয়ে আসমা জাহাঙ্গীর এবং গাউস বক্স বিজেনজোর ছেলে হাসিল বক্স বিজেনজো সম্মাননা গ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.