Sylhet Today 24 PRINT

প্রস্তুত সামরিক বাহিনী, বড় যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৮ এপ্রিল, ২০১৭

উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য মার্কিন সামরিক বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন ইঙ্গিত দেন।

সাক্ষাৎকারে তিনি জানান, উত্তর কোরিয়া যদি তাদের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র তৈরি বন্ধ না করে, তাহলে সংঘর্ষ অবশ্যম্ভাবী।

তিনি জানান, উত্তর কোরিয়ার সঙ্গে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। তা সত্ত্বেও তিনি এ বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা চান। এ জন্য তার প্রশাসন বিভিন্ন ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে তিনি সামরিক বাহিনীকেও প্রস্তুত রাখছেন।

তিনি বলেন, আমরা কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করাটা পছন্দ করি, কিন্তু তা খুবই কঠিন।

ট্রাম্প আরো জানান, দক্ষিণ কোরিয়ায় থাড মোতায়েনের খরচ পরিশোধ করবে এটাই চান। থাড মোতায়েনে মোট ১ বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে যুক্তরাষ্ট্রের। এ ছাড়া তাদের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবেন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রচুর বাণিজ্য ঘাটতি রয়েছে। খুব শিগগিরই তিনি এই পর্যালোচনার ঘোষণা দেবেন বলে জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.