Sylhet Today 24 PRINT

বাবার প্রাণের বিনিময়ে ৫০ পাকিস্তানির মাথা চান মেয়ে

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০২ মে, ২০১৭

নায়েব সুবেদার পরমজিৎ সিংহ ও হেড কনস্টেবল প্রেম সাগর

বাবা হত্যার প্রতিশোধ হিসেবে ৫০ পাকিস্তানির মাথা চান পাকিস্তানি হামলায় নিহত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য প্রেম সাগরের মেয়ে সরোজ।

মঙ্গলবার (২ মে) টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

পাকিস্তানিদের হাতে নিজের বাবা নিহত হওয়ার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সরোজ বলেন, তাঁর (প্রেম সাগর) এই আত্মত্যাগ ভুলে গেলে চলবে না। তাঁর প্রাণের বিনিময়ে আমরা ৫০টি মাথা চাই।

গতকাল সোমবার ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার কাছে পাকিস্তানি হামলায় ভারতের দুই সেনা নিহত হন। নিহত দুজন হলেন, ২০০ বিএসএফ ব্যাটালিয়নের হেড কনস্টেবল প্রেম সাগর ও ২২ শিখ রেজিমেন্টের নায়েব সুবেদার পরমজিৎ সিংহ।

ভারতের অভিযোগ, সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে ঢুকে হামলা চালিয়েছে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী (ব্যাট)। এই হামলায় সহযোগিতা করেছে পাকিস্তান সেনাবাহিনী। হতায়র পর নিহত দুই সেনার লাশ বিকৃত করেছে হামলাকারীরা।

হামলা ও লাশ বিকৃতির ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি বলেছেন, এই ধরনের বর্বরোচিত কাজ যুদ্ধের সময়ও ঘটে না। এ জন্য পাকিস্তানকে মূল্য দিতে হবে। দুই সেনার আত্মদান বিফলে যাবে না।

তবে ভারতের করা অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.