Sylhet Today 24 PRINT

কাবুলে ন্যাটোর গাড়িবহরে হামলা, নিহত কমপক্ষে ৮

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৩ মে, ২০১৭

আফগানিস্তানের কাবুলে ন্যাটোর গাড়িবহর লক্ষ্য করে চালানো আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ৮জন নিহত হয়েছেন। এই হামলায় অন্তত আহত হয়েছে আরো ২৫ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছে নিহতরা সবাই আফগানিস্তানের বেসামরিক নাগরিক। তবে আহতদের মধ্যে তিনজন মার্কিন কর্মকর্তা রয়েছেন বলেও জানান তারা।

আফগানিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বুধবার (৩রা মে) সকালে এই হামলা চালানো হয়। কাবুলের মার্কিন দূতাবাসের সামনে সকালে ব্যস্ত সময়ে এই হামলার ঘটনা ঘটেছে।

এখনো কোন পক্ষ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে তালেবান গোষ্ঠী এই হামলা চালিয়ে থাকতে পারে। কারণ বিভিন্ন সময়ে বিদেশিদের লক্ষ্য করে এরা হামলা চালায়। রাস্তায় পাশে থাকা কয়েকটি গাড়িসহ হামলায় একটি গাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আল-জাজিরা জানায়, আত্মঘাতী হামলাকারীর ন্যাশনাল ডিফেন্স সিকিউরিটির (এনডিএস) চেকপয়েন্ট লক্ষ্য করে হামলা চালায়। মরদেহগুলো রাস্তায় পড়ে ছিল। কয়েকটি মরদেহ এনডিএস-য়ে নিয়ে যাওয়া হয়েছে।

গোটা এলাকা থেকে মরদেহ ও গাড়িগুলো উদ্ধারে কাজ করছে পুলিশ। শহরজুড়ে জারি করা হয়েছে হাইঅ্যালার্ট।

সূত্র: বিবিসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.