Sylhet Today 24 PRINT

১০০ বছরের মধ্যে পৃথিবী না ছাড়লে নিশ্চিহ্ন হয়ে যাবে মানুষ

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৫ মে, ২০১৭

স্টিফেন হকিং

হাতে আর খুব বেশি সময় নেই আমাদের। খুব তাড়াতাড়ি এই পৃথিবীটা আমাদের ছেড়ে যেতেই হবে, প্রাণে বাঁচতে হলে। আর বড়জোড় একশ’ বছর। তার মধ্যেই আমাদের চলে যেতে হবে অন্য কোনও গ্রহে। কারণ, তারপর এই ধরণী আর আমাদের ধরে রাখতে পারবে না। গোটা পৃথিবীটাই কার্যত, শ্মশান হয়ে যাবে বা মরুভূমি।

বিবিসি’র নির্মীয়মান ডকুমেন্টারি ‘এক্সপেডিশান নিউ আর্থ’ এ এই হুঁশিয়ারি দিয়েছেন বিখ্যাত পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং। বক্তব্যের স্বপক্ষে বেশ কয়েকটি যুক্তিও দিয়েছেন হকিং।

তার কথায়, জলবায়ুর পরিবর্তন হচ্ছে খুব দ্রুত। আগামী দিনে সেই রদবদলটা হবে আরো দ্রুত হবে। ভয়ংকরভাবে বেড়ে যাবে উষ্ণায়ন। বেড়ে যাবে সমুদ্রের জলস্তর। একের পর এক আছড়ে পড়তে শুরু করবে বিশাল বিশাল গ্রহানু। শুরু হয়ে যাবে নানা রকমের মহামারী। অসম্ভব রকম বেড়ে যাবে জনসংখ্যার চাপ। এই ধরণী তখন হয়ে উঠবে আমাদের বধ্যভূমি। এই একশ’ বছরের মধ্যে অন্য কোনো গ্রহে আমরা আমাদের বসবাসের নতুন ঠিকানা খুঁজে নিতে না পারলে আধুনিক মানুষের ‘হোমো সাপিয়েন্স’ প্রজাতি একেবারেই মুছে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে।

বিবিসি’র ওই ডকুমেন্টারিতে হকিংয়ের সঙ্গে আছেন আরেক বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ড্যানিয়েল জর্জ। কীভাবে অন্য সৌরমণ্ডলের ভিনগ্রহে আমাদের বসবাসের নতুন ঠিকানা খুঁজে নিতে পারা যায়, সে সম্পর্কে তাদের মতামতও থাকছে ওই ডকুমেন্টারিতে।

সূত্র: আনন্দবাজার পত্রিকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.