Sylhet Today 24 PRINT

যাত্রীসহ বিমান আকাশে উড়িয়ে ঘুমিয়ে পড়লেন পাইলট!

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৭ মে, ২০১৭

পাকিস্তান এয়ারলাইনসের বিমানটি ৩০৫ জন যাত্রী নিয়ে ইসলামাবাদ থেকে লন্ডন যাচ্ছিল। কিন্তু পাইলট আমির আখতার হাশমি বিমানটি টেক অফ করার পরই বিজনেস ক্লাসে ঘুমিয়ে পড়েন! আর সেই ঘুম ভেঙেছে আড়াই ঘণ্টা পর!

এপ্রিলের ২৬ তারিখের এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তোলার পরে সেই পাইলটকে অব্যাহতি দিয়েছে পিআইএ।

সেদিন একজন যাত্রী বিষয়টি লক্ষ্য করে ছবি তোলেন এবং সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আরেকজন বিমানটির সিনিয়র ক্রু মেম্বারসহ পাইলটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের তদন্ত প্রতিবেদনে বলা হয়, বিমান টেক অফ করার পরেই শিক্ষানবিশ পাইলট মোহাম্মদ আসাদ আলির কাছে দায়িত্ব হস্তান্তর করে এসে বিজনেস ক্লাসে এসে ঘুমিয়ে পড়েন প্রধান পাইলট আমির আখতার হাশমি।

পাকিস্তান এয়ারলাইনস অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট হাশমির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে ইচ্ছুক ছিল না কর্তৃপক্ষ। কিন্তু উপর মহলের চাপে বাধ্য হয়ে তাকে সরিয়ে নেয়া হয়। পিআইএর মুখপাত্র দানিয়াল গিলানি বলেন, হাশমিকে ডিউটি থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে।

সূত্র: ডন ও এনডিটিভি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.