Sylhet Today 24 PRINT

ইরাকে শিয়া মসজিদের বাইরে বোমা বিস্ফোরনে ১৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক |  ০৯ মে, ২০১৫

ইরাকের পূর্বাঞ্চলে একটি শিয়া মসজিদের বাইরে শুক্রবার জোড়া বোমা বিস্ফোরণে অন্তত ১৭ জনের প্রানহানি হয়েছে। এ সময় মুসুল্লিরা নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে আসছিলেন। পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর জানিয়েছে।

এএফপির খবরে বলা হয়েছে, বালাদ রুজের একটি মসজিদের দরজার কাছে প্রথমে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর আশপাশের পথচারীরা আহতদের উদ্ধারে এগিয়ে এলে এক আত্মঘাতী বোমা হামলাকারী ভিড়ের মধ্যে প্রবেশ করে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। দিয়ালা প্রদেশে এই হামলার ঘটনায় আরো ৩৭ জন আহত হয়েছে। এই হামলায় স্থানীয় সামরিক কমান্ডার আদনান আল-তামিমীও নিহত হয়েছেন।

চলতি বছরের গোড়ার দিকে নিরাপত্তা বাহিনী ও শিয়া আধাসামরিক বাহিনীর সদস্যরা দিয়ালার শহর ও গ্রামগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার পর ইরাকের কর্মকর্তারা সুন্নি মুসলিম জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের জিহাদিদের বিরুদ্ধে বিজয় ঘোষণা করেছেন। ইরান সীমান্তে প্রদেশটি অবস্থিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.