Sylhet Today 24 PRINT

ম্যানচেস্টারে ‘হামলাকারীর’ বাবা-ভাই লিবিয়ায় আটক

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৫ মে, ২০১৭

ম্যানচেস্টারে আত্মঘাতী বোমা ‘হামলাকারী’ সালমান আবেদির বাবা এবং ছোট ভাইকে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে আটক করা হয়েছে।

তাদেরকে বুধবার (২৪মে) আটক করা হয় বলে স্থানীয় সন্ত্রাসবিরোধী বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে এনডিটিভি তথ্যটি জানায়।

সন্ত্রাসবাদবিরোধী বাহিনী সালমানের বাবা রমজান আবেদিকে ত্রিপোলির শহরতলীতে তার বাসার সামনে থেকে আটক করে। প্রত্যক্ষদর্শীরা জানায় তাকে দুইটি গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়।

সন্ত্রাসবাদবিরোধী এই বাহিনী রাদা নামে পরিচিত। সালমান আবেদির ছোট ভাই হাশেম আবেদিকে আইএস’র সঙ্গে যুক্ত থাকার সন্দেহে গ্রেফতার করা হয় গত মঙ্গলবার। রাদার পক্ষ থেকে কেন তাদের বাবাকে আটক করা হলো এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

তবে হাশেম সালমানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতো। ধারণা করা হচ্ছে ত্রিপোলীতে হামলার জন্যও সে পরিকল্পনা করছিলো। রাদার মুখপাত্র আহমেদ বিন সালেম জানান, আমাদের কাছে প্রমাণ আছে হাশেম ও তার ভাই সরাসরি আইএসের সঙ্গে জড়িত। আমরা তাকে দেড় মাস ধরে অনুসরণ করছি। সে তার ভাইয়েরে সঙ্গে নিয়মিত যোগাযোগ করতো এবং হামলার বিষয়ে সে জানতো।

হাশেম ১৬ এপ্রিলে লন্ডনে এসেছিল। ২২ বছর বয়সী সালমানের জন্ম ব্রিটেনে। বাবা-মা লিবিয়ার। সে লিবিয়াতে ছিলো কিছুদিন। সম্প্রতি সে আবার ব্রিটেনে আসে। তার বাবা লিবিয়াতেই থাকতো।

সালমান আবেদী আত্মঘাতী বোমা হামলায় ব্রিটেনের ম্যানচেস্টারের এক কনসার্টে শিশুসহ ২২ জনকে হত্যা করে, আহত করে আরো ৬৪ জনকে।

তথ্য: এনডিটিভি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.