Sylhet Today 24 PRINT

সিরিয়ায় মার্কিন বিমান হামলা, নিহত অন্তত ৩৫

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৬ মে, ২০১৭

সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৩৫ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আল জাজিরা জানায়, ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা দেইর ইজ্জর প্রদেশের মায়াদীন শহরের আবাসিক এলাকায় চালানো বিমান হামলায় জঙ্গিদের স্ত্রী-সন্তানরাও নিহত হয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান জানান, মায়াদীন শহরে কয়েক দফা বিমান হামলায় আইএস সদস্যদের পরিবারের অন্তত ২৬ জন সদস্য মারা গেছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই সিরীয় ও মরক্কোর নারী ও শিশু। এ ছাড়াও ওই হামলায় আরো ৯ জন সিরীয় বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

গত দু’দিনের বিমান হামলায় অন্তত অর্ধশত জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার মায়াদীনে চালানো বিমান হামলায় অন্তত ১৫ বেসামরিক ব্যক্তি নিহত হয়েক্সছিলেন।

চলতি সপ্তাহের হিসাব অনুযায়ী, ২৩ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত অন্তত ২২৫ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। যা ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মার্কিন অভিযানে কোনো একক মাসে সর্বোচ্চ নিহতের রেকর্ড।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.