Sylhet Today 24 PRINT

রেডিওতে রমজানের শুভেচ্ছা জানালেন মোদি

ইন্টারন্যাশনাল ডেস্ক  |  ২৮ মে, ২০১৭

রমজানে মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার রেডিওতে প্রচারিত ‘মান কি বাত’ অনুষ্ঠানে মোদি এই শুভেচ্ছা জানান।

অনুষ্টানে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘রমজান শুভ মাস। তাই এই মাস শান্তি ও একতা বাড়ানোর ক্ষেত্রে সহায়ক হোক, এটাই কামনা করি।’

‘মান কি বাত’ অনুষ্ঠানের ৩২তম পর্ব নিয়ে মোদি বলেন, ‘আমাকে ভারতীয় প্রত্যেকের পরিবারের সদস্য হয়ে উঠতে সাহায্য করেছে এই মান কি বাত অনুষ্ঠান। এই সরকার (বিজেপি) ভারতের কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় থাকার তিন বছর পূর্ণ করেছে। এত দিন ধরে সরকারের কাজ নিয়ে ভালো, খারাপসহ নানা সমালোচনা হচ্ছে। কিন্তু সব সময়ই গঠনমূলক সমালোচনাকে আমি স্বাগত জানাই।’

অনুষ্ঠানে ৫ জুন আসন্ন পরিবেশ দিবস নিয়ে কথা বলেন মোদি। এসময় তিনি বলেন, ‘পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। বিশেষ করে বর্ষায় বৃক্ষরোপণে উৎসাহ দেওয়া আমাদের সবার কর্তব্য। প্রকৃতিপ্রেম আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ।’

আগামী ২১ জুন তৃতীয় বিশ্ব যোগ দিবস প্রসঙ্গে নরেন্দ্র মোদি বলেন, চিন্তামুক্ত সুস্থ জীবনের চাবিকাঠি হলো যোগ। যোগকে কেন্দ্র করে ধীরে ধীরে একে অপরের সঙ্গে যুক্ত হচ্ছে বিশ্ববাসী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.