Sylhet Today 24 PRINT

ইরানের পর এবার সৌদিতে হামলার হুমকি আইএসের

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১০ জুন, ২০১৭

ইরানের পর এবার সৌদি আরবে হামলার হুমকি দিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এ তথ্য জানিয়েছে।

গত ৭ জুন ইরানের রাজধানী তেহরানে সংসদ ভবন ও ইমাম খোমেনীর মাজারে আত্মঘাতী হামলায় অন্তত ১৭ জন নিহত হয়। পরে এর দায় স্বীকার করে আইএস। একই সাথে তারা শিয়া অধ্যুষিত দেশটিতে আরো হামলা চালানোর হুমকিও দেয়।

তেহরানে হামলার পর একটি রেকর্ডেড ভিডিও প্রকাশ পায়। সেখানে মুখোশ পরা ৫ যোদ্ধা ইরানে আরো হামলার কথা বলতে থাকেন। একইসঙ্গে তারা সৌদি আরবের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের সময়ও এসে গেছে।’

ভিডিওতে এক মুখোশধারীকে বলতে শোনা যায়, ‘আল্লাহর অনুমতি নিয়ে এই যোদ্ধা দল প্রথম ইরানে জিহাদ শুরু করেছে। মুসলিম ভাইদের আমাদের অনুসরণ করার আহ্বান জানাচ্ছি। আল্লাহর ইচ্ছাতে যে আগুন জ্বলা শুরু হয়েছে, তা সহজে থামবে না।’

ভিডিওটির শেষ দিকে সৌদি আরবের সরকারের উদ্দেশে হামলার হুমকি দিয়ে বলা হয়, ‘ইরান থেকে শিক্ষা নিন, আপনাদেরও (সৌদি আরব) সময় এসে গেছে। আল্লাহর দোহাই, আমরা আপনাদের নিজ ঘরেই রুখে দেব। আমরা আল্লাহ ও তার রাসুল ছাড়া কারো এজেন্ট নই। আমরা ইরান কিংবা আরবীয়দের জন্য নয়, একমাত্র ইসলামের জন্য যুদ্ধ করছি।’

সূত্র: রয়টার্স

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.