Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রের ৩০ শহরে মুসলিম বিরোধী বিক্ষোভ

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১২ জুন, ২০১৭

যুক্তরাষ্ট্রের ২০টি রাজ্যের কমপক্ষে ৩০টি শহরে মুসলিমবিরোধী বিক্ষোভ হয়েছে। শনিবার ‘ন্যাশনাল মার্চ এগেইনস্ট শরিয়া’ নামের এই বিক্ষোভের নেতৃত্ব দেয় এসিটি ফর আমেরিকা নামের একটি কট্টর ডানপন্থী সংগঠন।

মানবাধিকারবিষয়ক গ্রুপ ও এ বিষয়ে নজরদারিকারী প্রতিষ্ঠানগুলো এমন উদ্যোগের ব্যাপক সমালোচনা করেছে এবং মুসলিমবিরোধী এ বিক্ষোভের বিরুদ্ধে দেশজুড়ে পাল্টা বিক্ষোভ হয়েছে।


দ্য গার্ডিয়ান জানায়, নিউইয়র্ক ও শিকাগোসহ বেশকিছু জায়গায় ছোট ছোট কয়েকটি বিক্ষোভ সংঘটিত হয়।

এসময় শরীয়াবিরোধী মুষ্টিমেয় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাল্টা বিক্ষোভকারীদের সংখ্যা ছিল বেশি। শত শত পাল্টা বিক্ষোভকারী সিয়াটল শহরের মধ্য দিয়ে মার্চ করে।

এসিটি ফর আমেরিকা সংগঠনকে এরই মধ্যে দ্য সাউদার্ন পোভার্টি ল সেন্টার (এসপিএলসি) উগ্রপন্থী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে।

 বলা হয়েছে, এটি হল যুক্তরাষ্ট্রে মুসলিমবিরোধী সবচেয়ে বড় তৃণমূল পর্যায়ের সংগঠন। এসিটি ফর আমেরিকার বিক্ষোভের জবাবে পাল্টা বিক্ষোভ বের করা হয় বিভিন্ন স্থানে। এ সময় সিয়াটল ও ওয়াশিংটনসহ বহু স্থানে দু’পক্ষ সংঘাতে জড়ায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.