Sylhet Today 24 PRINT

গলাকাটার হুমকি দেয়ায় রামদেবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৫ জুন, ২০১৭

গলাকাটার হুমকি দেয়ায় যোগগুরু রামদেবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের হরিয়ানার রোহতকের একটি আদালত।

দু’বার আদালতে হাজিরা হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রামদেবকে। কিন্তু তিনি আদালতে হাজির না হওয়ায় বুধবার (১৪ জুন) তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ওই আদালত।

২০১৬ সালের ৩ এপ্রিল রোহতকের একটি সভায় রামদেব বলেছিলেন, আইন তার হাতে থাকলে ‘ভারত মাতা কি জয়’ না বলার জন্য লক্ষ লক্ষ মানুষের গলা কেটে নিতেন তিনি। তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই আদালতে মামলা দায়ের হয়।

শান্তিভঙ্গের উদ্দেশে ইচ্ছাকৃতভাবে কাউকে অপমান করার অপরাধে রামদেবকে সমন পাঠিয়েছিল রোহতকের ওই আদালত। কিন্তু সেই সমনকে গুরুত্ব দেননি যোগগুরু, হাজির হননি আদালতে।

এই মামলায় অভিযোগকারীদের মধ্যে অন্যতম হরিয়ানার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং কংগ্রেস নেতা সুভাষ বাতরা জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে রামদেবের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য রোহতকের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.