Sylhet Today 24 PRINT

সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ১৭

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৫ জুন, ২০১৭

ছবি: রয়টার্স

সোমালিয়ার রাজধানী মুগাদিসুর ‘পশ ট্রিটস’ নামের একটি রেস্তোরাঁর সামনে গাড়ি বোমা বিস্ফোরণে বিদেশি নাগরিকসহ কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন।

দেশটির পুলিশ জানায়, স্থানীয় সময় বুধবার (১৪ জুন) রাতে ওই রেস্তোরাঁর সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং রেস্তোরাঁয় আগুন ধরে যায়।

সোমালিয়ার স্থানীয় জঙ্গি সংগঠন আল-শাবাব হামলার দায় স্বীকার করেছে।

নিরপত্তা বাহিনীর সদস্য ক্যাপ্টেন মোহাম্মদ হুসেইন জানান, ঘটনাস্থলেই পুলিশের গুলিতে দুই বন্দুকধারী নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০ জিম্মিকে। এদের অনেকেই বিদেশি নাগরিক।

তিনি জানান, হামলায় নিহতরা অধিকাংশই তরুণ। তারা সেখানে পিৎজা খেতে গিয়েছিল। ঠিক তখনই গাড়িটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

একজন প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যম এপিকে জানায়, বন্দুকধারীরা সামরিক পোশাক পরা ছিল। তারা সবাইকে রেস্তোরাঁর ভেতরে যেতে বাধ্য করে।

সোমালিয়াভিত্তিক জঙ্গি সংগঠন আল-শাবাব এর আগেও মোগাদিসুর অভিজাত হোটেল, সেনাবাহিনীর তল্লাশি চৌকি, প্রেসিডেন্টের বাসভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করেছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.