Sylhet Today 24 PRINT

ওশেনিয়ার সর্বোচ্চ পর্বতে আটকে পড়া মুসা ইব্রাহীম আজ উদ্ধার হতে পারেন

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৮ জুন, ২০১৭

ওশেনিয়ার সর্বোচ্চ পর্বতে দুই সহআরোহীকে নিয়ে আটকে পড়া বাংলাদেশের পর্বোতারোহী মুসা ইব্রাহীমকে উদ্ধারে আজ (রোববার) হেলিকপ্টার যেতে পারে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে পাঠানো এক এসএমএসে এমন আশা প্রকাশ করেছেন মুসা নিজেই। এসএমএসে তিনি জানান, ‘আবহাওয়া আজ ভালো আছে। আশা করছি, হেলিকপ্টার আসবে।’

ওশেনিয়ার সর্বোচ্চ পর্বতে দুই সহআরোহীকে নিয়ে আটকে পড়েছেন বাংলাদেশের পর্বোতারোহী মুসা ইব্রাহীম। শনিবার (১৭ জুন) মুসার সহআরোহী সত্যরূপ সিদ্ধান্ত স্যাটেলাইট ফোন থেকে তাদের খাবার শেষ হয়ে যাওয়ার বার্তা পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন মুসার স্ত্রী উম্মে সরাবন তহুরা। তাদের আরেক সহআরোহীর নাম নন্দিতা।

শনিবার মুসা ইব্রাহীমউম্মে সরাবন তহুরা বলেন, ‘মুসা বেজ ক্যাম্পে আটকে পড়েছে। তাদের খাবারও ফুরিয়ে গেছে। কিন্তু আবহাওয়ার এতটাই প্রতিকূল যে তাদের উদ্ধার করতে হেলিকপ্টারও যেতে পারছে না।’

এর আগে মুসা ইব্রাহীমের বোন নূর আয়েশার ফেসবুক স্ট্যাটাস থেকে জানা যায় মূসা ও তার সহআরোহীদের এই বিপদের খবর। আয়েশাকে উদ্ধৃত করে মুসার শুভানুধ্যায়ী ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে কর্মরত মোহাম্মদ আব্দুল মান্নান তার ফেসবুক পেজে লিখেছেন, ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করতে গিয়ে মুসা ইব্রাহীম তার দলসহ অটকা পড়ে আছেন। খাবার সঙ্কটে ভুগছেন তারা।

আব্দুল মান্নান লিখেছেন, ‘আমি বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমের কথা বলছি। তিনি কথা দিয়েছিলেন সাত মহাদেশের সর্বোচ্চ পর্বত চূড়ায় উড়িয়ে দেবেন লাল সবুজের পতাকা। জাতিকে দেওয়া ওয়াদা পূরণ করতে গিয়ে আজ তিনি চরম বিপদগ্রস্ত। ওশেনিয়া (পাপুয়া নিউগিনি, ইন্দোনেশিয়া) মহাদেশের সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করার জন্য বাংলাদেশ ও ভারতের তিন সদস্যের টিমের নেতৃত্ব দিচ্ছেন মুসা ইব্রাহীম। মাউন্ট কার্সটেঞ্জ জয় করতে গিয়ে প্রতিকূল আবহাওয়ায় বেজ ক্যাম্পে অটকা পড়ে আছেন আজ তিন দিন। খাবার সঙ্কটে ভুগছে পুরো টিম।’

মুসা ইব্রাহীমের সহআরোহী সত্যরূপ সিদ্ধান্তআব্দুল মান্নান তার স্ট্যাটাসে লিখেছেন, ‘মুসার বড় বোন নূর আয়েশার সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে কথা হয় আজ। তিনি জানান, সকালে হেলিকপ্টারের মুসা ও তার দলকে উদ্ধার করার কথা থাকলেও আবহাওয়া অনূকুলে না থাকায় তা সম্ভব হয়নি। পরে কী ঘটতে যাচ্ছে, তাও জানা নেই তার। ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দূতাবাসের সহায়তা চেয়েছেন তিনি। দূতাবাস থেকে তাকে জানানো হয়েছে, আগামী সোমবার পাপুয়া নিউগিনির সঙ্গে তারা যোগাযোগ করবেন। ততক্ষণে অনেক দেরি হয়ে যায় কিনা, সেটিই আমার বড় আশঙ্কা।’

উল্লেখ্য, প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহীম ২০১০ সালের ২৩ মে  এভারেস্ট জয় করেন। এরপর ২০১১ সালের ১৩ সেপ্টেম্বর আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত কিলিমাঞ্জারোর চূড়া জয় করেন তিনি। তার সঙ্গী ছিলেন নিয়াজ মোরশেদ পাটওয়ারী ও এমএ সাত্তার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.