Sylhet Today 24 PRINT

ভয়াবহ দাবানলে পর্তুগালে নিহত ২৪

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৮ জুন, ২০১৭

পর্তুগালের মধ্যাঞ্চলে দাবানলে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা।

নিহতদের অধিকাংশই শনিবার রাজধানী লিসবন থেকে ২০০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং কোয়িমব্রা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পেদ্রোগাও গ্রান্দি এলাকার রাস্তা দিয়ে গাড়িযোগে যাওয়ার সময় দাবানলের কবলে পড়ে বলে জানিয়েছে বিবিসি, বার্তা সংস্থা রয়টার্স।

তারা গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয় বলে জানিয়েছে পর্তুগাল সরকার।

দাবানলে আরো ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে ছয়জন দমকল কর্মী।

প্রধানমন্ত্রী কস্তা বলেছেন, “ভয়াবহ একটি ঘটনা প্রত্যক্ষ করলাম আমরা। এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।”

এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জর্জ গোমেজ জানিয়েছিলেন, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয় এবং ১৬ জন নিজেদের গাড়িতেই মারা যান।

তীব্র তাপ ও প্রবল বাতাসের কারণে শনিবার বিকেল দিকে দাবানল আরো তীব্র হয়ে ওঠে। বনে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত তা নিয়ন্ত্রণও করা যায়নি।

ইতোমধ্যেই বনে লাগা এই আগুন গত কয়েক দশকের মধ্যে পর্তুগালের সবচেয়ে প্রাণঘাতী দাবানলে পরিণত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.