Sylhet Today 24 PRINT

লন্ডনে ফের গাড়ি হামলা, আহত বেশ কয়েকজন

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৯ জুন, ২০১৭

লন্ডন ব্রিজ এলাকায় হামলার পর লন্ডনের ফিন্সবারি পার্ক নামের একটি মসজিদের কাছে গাড়ি হামলায় বেশ কয়েকজন পথচারী আহত হয়েছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

লন্ডনের পুলিশ এ হামলাকে গুরুতর ঘটনা বলেই মনে করছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ বলছে, রোববার (১৮ জুন) রাতে উত্তর লন্ডনে ফিনসবারি পার্ক মসজিদের কাছে পথচারীদের ওপর দ্রুত গতির একটি গাড়ি উঠিয়ে দেয়া হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের ধারনা, হামলার শিকার বেশিরভাগ লোকই সারাদিনের রোজা শেষে ইফতার এবং সন্ধ্যার নামাজ আদায় করে যাচ্ছিলেন।

ব্রিটেনের মুসলিম কাউন্সিল বলছে, একটি ভ্যান ইচ্ছাকৃতভাবে মুসুল্লিদের ওপর গাড়ি চালিয়ে দিয়েছে।

প্রসঙ্গত, গত ৪ জুন রাতে লন্ডন ব্রিজ এলাকায় হামলা হয়। টেমস নদীর ওপর লন্ডন ব্রিজে পথচারীদের ওপর দ্রুতগতিতে গাড়ি উঠিয়ে এবং পরক্ষণেই কাছের বরো মার্কেটে ছুরি নিয়ে ওই হামলা চালায় নকল সুইসাইড ভেস্ট পরা সন্ত্রাসীরা। হামলায় প্রাণ হারান ১০ জন। এতে বিদেশি নাগরিকসহ আহত হন আরও ৪৮ জন। এ সময় পুলিশের গুলিতে নিহত হয় তিন সন্ত্রাসী।

সূত্র: বিবিসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.