Sylhet Today 24 PRINT

মিয়ানমারে সেনা অভিযানে ৩ রোহিঙ্গা নিহত

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৩ জুন, ২০১৭

মিয়ানমারের ‘সন্ত্রাসী প্রশিক্ষণ ক্যাম্প’ অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। প্রশিক্ষণ ক্যাম্পটি দেশটির রোহিঙ্গা মুসলিমদের বলে দাবি করেছে মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম।

মিয়ানমারের গণমাধ্যমের বরাতে এএফপি জানায়, মিয়ানমারের উত্তর-পশ্চিম সীমান্তে রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত এলাকার মায়ু পর্বতের ওই প্রশিক্ষণ ক্যাম্পে অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী।

দুই দিনের অভিযান শেষে সেখান থেকে বন্দুক ও গোলাবারুদ উদ্ধার করা হয়। চলতি সপ্তাহে প্রশিক্ষণ ক্যাম্পটির সন্ধান পায় নিরাপত্তা বাহিনী। রাষ্ট্রীয় গণমাধ্যমের মতে, গত অক্টোবরে যে গোষ্ঠীটি পুলিশের ওপর হামলা চালিয়ে ৯ পুলিশকে হত্যা করেছিল, ক্যাম্পটি তারাই পরিচালনা করছিল।

সন্ধান পাওয়ার পরই প্রশিক্ষণ ক্যাম্পকে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। দু’দিন ধরে চলা অভিযানে ওই তিনজন নিহত হয়। আরাকান রোহিঙ্গা সলভেশন আর্মি (এআরএসএ) নামের গোষ্ঠীটি তাদের সদস্যদের মার্শাল আর্ট ও অস্ত্র চালানো প্রশিক্ষণ দেয় বলে মিয়ানমারের সরকারের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.