Sylhet Today 24 PRINT

নেপালে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের হেলিকপ্টারের আরোহীদের মরদেহ উদ্ধার

সিলেটটুডে আন্তর্জাতিক প্রতিবেদন |  ১৬ মে, ২০১৫

ভুমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ সরবরাহকালে বিধ্বস্ত একটি মার্কিন সামরিক হেলিকপ্টারের আট আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

 
শনিবার নেপালের সামরিক বাহিনীর মুখপাত্র জগদীশ পোখারেল একথা জানায়। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
 
তিনি জানান, শীঘ্রই তাদের মরদেহ কাঠমান্ডুতে স্থানান্তর করা হবে।
 
নেপালের প্রতিরক্ষা সচিব ঈশ্বরী প্রসাদ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এদের মধ্যে ছয়জন যুক্তরাষ্ট্রের মেরিনের সদস্য এবং দুইজন নেপালের সামরিক বাহিনীর সৈনিক।
 
গত মঙ্গলবার নেপালের চারিকোট এলাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে ত্রাণ বিতরণের সময় আট আরোহীসহ হেলিকপ্টারটি নিখোঁজ হয়। তিনদিন খোঁজাখুজির পর শুক্রবার  দেশটির চারিকোট শহরের ১৩ কিলোমিটার উত্তরে একটি  বনের মধ্যে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।
 
এর আগে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র স্টিভ ওয়ারেন জানিয়েছেন, নিখোঁজ হওয়ার আগে রেডিওতে জ্বালানি সমস্যার কথা জানিয়েছিলেন হেলিকপ্টারটির ক্রু।
 
গত ২৫ এপ্রিল নেপালে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর আমেরিকার সেনাবাহিনী কয়েকটি বিমান এবং হেলিকপ্টারের সাহায্যে দেশটিতে ত্রাণ বিতরণের কাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.